Sunday, November 20, 2016

বিলাসি.কম(bilashe.com). অনলাইন শপিং বেবস্থায় এখন চাইলেই আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন মধু

bilashe.com

মধু। নামের মধ্যেই কাজের বর্ননা। মধুর উপকারিতা সম্পর্কে অজানা কিছুই নেই। মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ যা যকৃতে গ্রাইকোজেনের রিজার্ভ গড়ে তোলে। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়াক্ষমতা ভালো থাকে। নিয়মিত মধু পানে রোগ-বালাই হ্রাস পায় কেননা মধু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠাণ্ডায় মধু ভালো কাজ করে ; পেনসিলভেনিয়া স্টেট কলেজের পরীক্ষায় দেখা গেছে বাজারে যত ঔষধ পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি কার্যকর এক চামচ মধু। মধুর ভাইরাস প্রতিরোধী ক্ষমতা উচ্চ। মধু হজমে সাহায্য করে। পেটরোগা মানুষদের জন্য মধু বিশেষ উপকারী। প্রাচীন কাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাইয়ে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০০৭-এ সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারী ড্রেসিং-এর চেয়েও বেশি কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্যও মধু খুব উপকারী।
তাই ভেজালমুক্ত প্রাকৃতিক মধু নিয়ে আসছে বিলাসি.কম(bilashe.com). অনলাইন শপিং বেবস্থায় এখন চাইলেই আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন মধু সহ অনেক প্রয়োজনীয় নির্ভেজাল পণ্য।
যোগাযোগ- bilashe.com / 01974422523

No comments:

Post a Comment